Wednesday, April 10, 2013

জেনেনিন বাংলাদেশ এয়ারপোর্ট বিভিন্ন ইলেকট্রনিক জিনিসের উপর শুল্কের পরিমান



জেনেনিন বাংলাদেশ এয়ারপোর্ট বিভিন্ন ইলেকট্রনিক জিনিসের উপর শুল্কের পরিমান । 



আমাদের অনেকের আত্মীয় স্বজন কিংবা আমরা যারা ইউরোপে আছি প্রতি বছরই দেশে যাতায়াত করে থাকি । অনেকে আছেন ৫/৭ বছর পর পর দেশে যান । অনেক জিনিস পত্র ইউরোপ থেকে নিয়ে যান সাথে করে । অনেকে ইলেকট্রনিক পণ্য যেমন এলসি ডি টি ভি , ক্যামেরা , মোবাইল ফোন, ইত্যাদি নেয়ে থাকে কিন্ত এই সব জিনিস বেশী পরিমান হয়ে গেলে আবার জামেলা পুহাতে হয় বাংলাদেশ কাস্টমস অফিসে । শুল্কের সঠিক তথ্য না জানলে আপনি ও পড়তে পারেন এই রকম জামেলায়। আজ আপনাদের কে বাংলাদেশের কাস্টমস অফিসে আপনি কি পরিমান জিনিস বিনা শুল্কে নিতে পারবেন এবং কোন ধরনের জিনিসে কি রকম ট্যাক্স প্রদান করতে হবে তার একটা চার্ট নিছে তুলে ধরছি । আশা সবার কাজে আসবে। 


                            সব কিছুর আপডেট পাবেন আমাদের ফেইসবুক পেইজে ।

No comments:

Post a Comment