যারা উচ্চশিক্ষা গ্রহনে বিদেশে আসবেন তাদেরকে একটা কথা বলব যে আপনার চ কখনো লেমিনেট করবেন না । ইউরোপ ও আমেরিকার দেশ গুলো আসতে হলে
এই কাজ গুলো ভুলে ও করবেন না । কারন এমব্যাসি আপনার লেমিনেট করা
সার্টিফিকেট গুলো গ্রহন করবে না । তাছাড়া যারা সার্টিফিকেট শিক্ষাবোর্ড ( শিক্ষাবোর্ড শুধু সার্টিফিকেট এর মূলকপির পিছনে সিল দিবে )
থেকে সত্যায়িত করাবেন তারপর শিক্ষা মন্ত্রনালয় কিংবা পররাষ্ট্র মন্ত্রনালয়
থেকে মূল কপি গুলো সত্যায়িত করাবেন না । বিদেশে উচ্চ শিক্ষার ক্ষেত্রে কেবল
নোটারি পাবলিক থেকে সত্যায়িত + পররাষ্ট্র মন্ত্রনালায় থেকে সত্যায়িত করার
দরকার পড়ে । বিশেষ ক্ষেত্রে কিছু দেশের ক্ষেত্রে এমব্যাসি এর সত্যায়িত ছাড়া
গ্রহন যোগ্য হবে না । যেমন জার্মানি ও পোল্যান্ড এর ক্ষেত্রে আপানকে তাদের
এমব্যাসি বা কোন কন্সুলার মিশন থেকে সত্যায়িত করে নিতে হবে । ভুল করেও কোন
দিন মূল কপি নোটারি করবেন না ।
No comments:
Post a Comment