ইউরোপের ইউনিভার্সিটি গুলো বিশেষ করে GRE Test থেকে IELTS, TOFEL,
Cambridge ESOL , PTE এই টেস্ট সার্টিফিকেট এর গ্রহনযোগ্যতা বেশী । সো
আপনারা যারা ইউরোপে উচ্চশিক্ষা গ্রহনের কথা ভাবছেন তারা এই টেস্ট গুলো
দেয়ার চিন্তা করবেন । আর একটা জিনিস মনে রাখা দরকার যারা ব্যাচেলর
প্রগ্রামে আবেদন করবেন তাদের জন্য কমপক্ষে 5.5 এবং মাস্টার্স, পি এইচ ডি এর
ক্ষেত্রে 6.0 থাকা লাগবে । আপনার পূর্ববর্তি শিক্ষা যদি ইংলিশে সম্পূর্ণ
করে থাকেন তাহলে কেবল আপনি IELTS, TOFEL ছাড়া আবেদনে সুযোগ পাবেন । সেই
ক্ষেত্রে প্রমাণাদি দেখাতে হবে জে আপনি ইংলিশে সম্পূর্ণ করেছেন । যারা
ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজীল্যান্ড , আমেরিকা, বা ইউরোপ এর কোন দেশ থেকে
ইংলিশে পড়াশুনা সম্পূর্ণ ( কমপক্ষে ব্যাচেলর) করেছেন তাদের কেও কোন প্রকার
IELTS or TOFEL এর সার্টিফিকেট দেখাতে হবে না । হা তবে যদি ইউনিভার্সিটির
অ্যাডমিশন অফিস যদি দরকার মনে করে তাহলে আপনার কাছে চাইতে পারে । এই জন্য
আপনি ইউনিভার্সিটি অ্যাডমিশন অফিসার কে এই ব্যাপারে মেইল করে জিজ্ঞেস করতে
পারে ।
No comments:
Post a Comment